January 21, 2010

নোকিয়ার বিনামুল্যের নেভিগেশন ম্যাপ Nokia free navigation app

মানুষ ক্রমেই যখন নেভিগেশন ম্যাপ ব্যবহার বাড়াচ্ছে তখন গুগলের সাথে প্রতিযোগিতায় নোকিয়া বিনামুল্যে ম্যাপ দেয়ার ঘোষনা দিয়েছে। তাদের জিপিএসসহ ফোন ব্যবহার করে বিনামুল্যে অভি ম্যাপ এবং নেভিগেশন ডাউনলোড করা যাবে। এছাড়া বিভিন্ন শহরের গাইডও পাওয়া যাবে। বর্তমানে গুগল এবং এপল এক্ষেত্রে এগিয়ে রয়েছে।
এতদিন পর্যন্ত গ্রাহক একেবারে প্রাথমিক পর্যায়ের ম্যাপ বিনামুল্যে ব্যবহারের সুযোগ পেতেন। এর অতিরিক্ত সুবিধা ব্যবহারের জন্য টাকা দিতে হত। এখন নোকিয়া ঘোষানার মাধ্যমে সেই ব্যবস্থা পরিবর্তন করল। আপাতত ১০টি সেটে এই সুবিধা পাওয়া যাবে যার মধ্যে অত্যন্ত জনপ্রিয় এন-৯৭ মিনি, ৫৮০০ এক্সপ্রেস মিউজিক, ই-৭২ ইত্যাদি রয়েছে। আগামীতে যে কোন জিপিএস সেটে এটা ব্যবহার করা যাবে।

নেভিগেশন ডিভাইস হিসেবে গারমিন, টমটম ইত্যাদি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। বর্তমানে মোবাইল ফোনে এই সুবিধা থাকায় পৃথক যন্ত্র ব্যবহারের চেয়ে এদিকেই মানুষ ঝুকছে।
গত দুবছরে অন্যদের কাছে নোকিয়ার বাজার  কমলেও এখনও মোবাইল ফোন বিক্রেতা হিসেবে শীর্ষস্থান তাদেরই দখলে।

No comments:

Post a Comment