January 21, 2010

ইউটিউব মুভি ভাড়া দিচ্ছে YouTube getting into movie rental business

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও সাইট ইউটিউব মুভি ভাড়া দেয়ার ব্যবস্থা চালু করছে। পরীক্ষামুলকভাবে এই ব্যবস্থার মাধ্যমে ইউটিউব চেষ্টা করছে মুভি ষ্টুডিওগুলিকে তাদের সাইট ব্যবহার করতে। তবে মুল আয় আসবে এরসাথে বিজ্ঞাপনের মাধ্যমে। এই ব্যবস্থায় ১ থেকে ৯০ দিন পর্যন্ত মুভি দেখার জন্য সময় কেনা যাবে। ইউটিউব এথেকে কমিশন পাবে। সেই কমিশনের পরিমান কত তা জানানো হয়নি।
এই ব্যবস্থায় প্রথম যে ৫টি মুভি দেয়া হবে সেজন্য ফি দিতে হবে ৩.৯৯ ডলার। ইউটিউবের হাতে এমনিতেই বহু জনপ্রিয় ভিডিও থাকলেও তারা ক্রমেই চেষ্টা করছে মুভি, টিভি শো, মিউজিক ভিডিও ইত্যাদি তাদের সাইটে আনার।
এবছর এ পর্যন্ত ইউটিউব ৭০ কোটি ডলার ব্যবসা করেছে। এই পরিমান ২০০৯ সালের তুলনায় ৫৫ ভাগ বেশি। যদি এই পদ্ধতি সফল হয় তাহলে বছরে তাদের লাভ ১৭৬ কোটি ডলারে যাবে বলে ধারনা করা হচ্ছে।
বর্তমানে ষ্টুডিওগুলি ডিভিডি এবং ব্ল-রে ডিস্কের মাধ্যমে তাদের মুভি বিক্রি করে। মুভি দেখার নতুন আরেকটি পদ্ধতি হিসেবে নতুন পথের সন্ধান দিতে পারে ইউটিউব।

No comments:

Post a Comment