January 21, 2010

৬৪৯ ডলারে ডেল-এইচপি কোর আই৫ ল্যাপটপ Dell, HP Core i5 laptops for $649

আগামী কয়েকদিনের মধ্যেই ইন্টেল কোর আই৫ প্রসেসর ব্যবহার করা ল্যাপটপ পাওয়া যাবে একেবারে কম দামে। স্ট্যাপলস নামের এক কোম্পানী বিশেষ হ্রাসকৃত মুল্যে এই ল্যাপটপ বিক্রির কথা জানিয়েছে। সাধারনভাবে ডেল ১৭ ইঞ্চি সিষ্টেমের দাম ৭৯৯ ডলার। তারা এথেকে ১৫০ ডলার কমে ৬৪৯ ডলার দামে বিক্রি করবে। আর ১৪ ইঞ্চি HP DV4-2170 বিক্রি করা হবে ৬৪৯ ডলারে যার সাধারন দাম ৮০৯.৯৮ ডলার।

দুটি কম্পিউটারেই থাকবে ৪ গিগাবাইট র‌্যাম, ৮এক্স ডুয়াল লেয়ার ডিভিডি রাইটার, ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক এবং ৬৪ বিট উইন্ডোজ ৭ হোম প্রিমিয়াম।
ইন্টেলের কোর-আই৫ প্রসেসরে টারবো বুষ্ট নামে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এরফলে সফটঅয়্যারের যদি প্রয়োজন হয় তাহলে নিজে থেকেই ২.২৬ গিগাহার্টজ প্রসেসর  ২.৫৩ হিসেবে কাজ করবে। কোর আই-৩ তে এই সুবিধে নেই।

No comments:

Post a Comment