January 18, 2010

নিউটনের মাধ্যাকর্ষন সুত্র আবিস্কারের গল্প ইন্টারনেটে Newton's encounter with apple goes online


গাছ থেকে আপেল পড়তে দেখে নিউটনের মাথায় প্রশ্ন জাগে, ওটা নিচে পড়ল কেন ? অন্যদিকেও তো যেতে পারত! এই চিন্তা থেকে জন্ম নিল যুগান্তকারী এক তত্ত্ব। মাধ্যাকর্ষন সুত্র। এই ঘটনার বর্ননার মুল কপি এখন যে কেউ পড়ার সুযোগ পাবেন ইন্টারনেটে। ১৮ শতকের মুল পান্ডুলিপি স্ক্যান করে প্রকাশ করেছে বৃটেনের রয়েল সোসাইটি।
রয়েল সোসাইটির লাইব্রেরিয়ান বলছেন, নিউটন আপেল পড়তে দেখে তার পেছনে কোন নীতি কাজ করেছে জানতে চেয়েছিলেন। আপেল অবশ্যই তার আকৃতির কারনে গ্রহের সাথে তুলনাযোগ্য। সেকারনেই মুহুর্তেই তার দৃষ্টি মহাবিশ্বের দিকে গেছে। ঘটনাটি ঘটেছে ১৬৬০ সালে। প্লেগের কারনে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় নিউটন উত্তর ইংল্যান্ডে বাড়িতে অবস্থান করছিলেন। রয়েল সোসাইটির পান্ডুলিপি লিখেছিলেন নিউটনের সমসাময়িক উইলিয়াম ষ্টাকলি। ১৭২৬ সালে নিউটন এই গল্প বর্ননা করেছিলেন। সে ঘটনাও ঘটেছিল আপেল গাছতলায়, বসে চা খেতে খেতে।
রয়েল সোসাইটির জন্ম ১৬৬০ সালে। বিজ্ঞান বিষয়ক তথ্য সংগ্রহ এবং প্রচার করাই এর কাজ। এবছর তারা তাদের ৩৫০তম বার্ষিকী পালন করছে।

No comments:

Post a Comment