January 18, 2010

প্লে-ষ্টেশন শিশুদের জন্য বিষ PlayStation is 'poison' to children

সনির প্লে-ষ্টেশন শিশুদের জন্য বিষ। এটা তাদেরকে তাদের ধনতন্ত্রের নরকের পথে নিয়ে যায়। বলেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট উগর চ্যাভেজ। সাপ্তাহিক এক রেডিও-টিভি শোতে ভেনেজুয়েলার শিল্পমালিকদের শিক্ষামুলক খেলনা তৈরী আহ্বান জানিয়ে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন বারবির মত পুতুলের সাথে আমাদের সংস্কৃতির কোন মিল নেই। আর পশ্চিমের খেলাগুলি শেখায় স্বার্থপরতা আর সহিংসতা। নির্দিষ্টভাবে সনির প্লেষ্টেশনের নাম উল্লেখ করে তিনি তাকে বিষ বলে উল্লেখ করেন। তিনি বলেন, এগুলি খুন করতে শেখায়। একবার এক গেমে তার ছবি দিয়ে বলা হয়েছিল চ্যাভেজকে খুজে বের কর, খুন কর।
বামপন্থী এই নেতা বলেন, পশ্চিমারা খেলার মাধ্যমে বোমা  এবং অস্ত্রশন্ত্র ব্যবহার শেখায় যেন পরবর্তীতে সেগুলি বিক্রি করা যায়। এছাড়া সিগারেট, মাদক, মদ এসবের প্রচার চালায় যেন সেগুলি নিয়ে ব্যবসা করা যায়। এটা পুজিবাদি নরকের পথ।
গত অক্টোবরে ভেনেজুয়েলায় আইন করে ক্ষতিকর গেম বিক্রি নিষিদ্ধ করে। এজন্য ৫ বছরের কারাবাসের বিধান করা হয়েছে।

No comments:

Post a Comment