January 21, 2010

গিগাবাইটের কমদামের এন্ড্রয়েড ফোন Low cost Gigabyte Android smartphone

স্মার্টফোনের কমদামের প্রশ্নে এককথায় সামনে চলে আসে সিমবিয়ান ইদানিং উইন্ডোজ মোবাইলের দাম কমতির দিকে গিগাবাইটের এন্ড্রয়েডভিত্তিক একটি স্মার্টফোনের কথা প্রকাশ পেয়েছে যার দাম অন্যদের থেকে কম অন্তত বাজারে যতগুলি এন্ড্রয়েডভিত্তিক স্মার্টফোন বর্তমানে রয়েছে তাদের চেয়ে তো বটেই

বর্তমানে এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেমের এইচটিসি টাট্টু এর দাম সবচেয়ে কম এর দাম ৩০০ ডলার এন্ড্রয়েডভিত্তিক গিগাবাইটের জি-স্মার্ট এর দাম রাশিয়ার ৯০০০ রুবল, যা এর থেকেও কম ঘটনাক্রমে এইচটিসি টাট্টু এবং জি-স্মার্ট এর বিবরন প্রায় একই দুটিতেই ৫২৮ মেগার্টজ প্রসেসর, ২৫৬ মেগাবাইট র‌্যাম, ৫১২ মেগাবাইট রম, ২.৮ ইঞ্চি স্ক্রিন, ওয়াই-ফাই, ব্লুটুথ, মাইক্রোএসডি কার্ড এবং ৩.৫ মিমি অডিও জ্যাক রয়েছে
টাট্টু একটি বিষয়ে এগিয়ে রয়েছে সেটা হচ্ছে এতে কোয়াড ব্যান্ড জিএসএম/এজ এবং টু ব্যান্ড থ্রিজি রয়েছে এতে ৩ মেগাপিক্সেল ক্যামেরাও রয়েছে অন্যদিকে জি-স্মার্ট ফোনে রয়েছে টু-ব্যান্ড জিএসএম/এজ এবং ২ মেগাপিক্সেল ক্যামেরা
ফেব্রুয়ারীতে এই ফোন বাজারে পাওয়া যাবে এর দাম ৩০০ ডলারের কম বলে উল্লেখ করলেও কত কম সেটা জানা যায়নি

No comments:

Post a Comment