January 21, 2010

এপল আইফোন থেকে গুগলকে বাদ দিচ্ছে Apple, Microsoft eye replacing Google on iPhone

এপল তাদের বিশ্বখ্যাত আইফোন থেকে সার্চ ইঞ্জিন হিসেবে বর্তমানে ব্যবহৃত গুগল বাদ দিচ্ছে অন্য সার্চ ইঞ্জিন ব্যবহারের বিষয়ে তারা আলোচনা করছে মাইক্রোসফটের সাথে ব্লুমবার্গ ওয়েবসাইট থেকে একথা জানা গেছে মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বর্তমানে প্রায় অপ্রতিদ্বন্দি গুগলকে ধরার চেষ্টা করছে
কয়েক সপ্তাহ ধরেই এই বিষয়ে এপল এবং মাইক্রোসফটের আলাপ চলছে দুজন বিশ্বস্ত ব্যক্তির কাছ থেকে এবিষয়ে জানা গেছে বলে ব্লুমবার্গ জানিয়েছে বর্তমানে যে পর্যায়ে রয়েছে তাতে বিষয়টি খুব দ্রুত নিস্পত্তি হতে পারে আবার আলোচনা ভেঙেও যেতে পারে
একসময় মাইক্রোসফটের বিরুদ্ধে একসাথে কাজ করছিল এপল এবং গুগল এখন অবস্থার পরিবর্তনে গুগলের বিরুদ্ধে এক হচ্ছে এপল এবং মাইক্রোসফট
মোবাইল ফোনে বিজ্ঞাপন দেখার বিষয় নিয়েও এপল কাজ করছে এটাও গুগলের ব্যবসায় ভাগ বসানোর চেষ্টা

No comments:

Post a Comment