January 21, 2010

ছবিকে থ্রিডিতে পরিনত করুন Transform your photos into 3D

গত অক্টোবরে ফুজিফিল্ম বাজারে প্রথম থ্রিডি ক্যামেরা FinePix REAL 3D W1 আনার পর থেকে আলোচনার শীর্ষে উঠে এসেছে থ্রিডি ছবির বিষয়টি। দুই লেন্স বিশিষ্ট ক্যামেরা ব্যবহার করে খুব সহজে থ্রিডি ছবি উঠাতেই পারেন, কিন্তু সেজন্য ক্যামেরা প্রয়োজন। আবার সেই থ্রিডি দেখার জন্যও বিশেষ চশমা ব্যবহার করতে হবে। যদি এসব না থাকে তাহলে থ্রিডির ব্যবস্থা কি ? একাজটিই করেছে ষ্টার্টথ্রিডি নামে একটি ওয়েবসাইট।
আপনি সাধারন ক্যামেরায় ছবি উঠাবেন দুটি। অবশ্য খুব সাবধানে কাজটি করতে হবে, কারন এক ছবির অবস্থান থেকে আরেক অবস্থানের জন্য ক্যামেরার দুরত্ব হবে প্রায় ৩ ইঞ্চি। এরপর ছবিদুটি পাঠিয়ে দেবেন ওয়েবসাইটে Start3D.com। তারা একে থ্রিডিতে পরিনত করে দেবে। এই ছবি যে কোন কম্পিউটারে থ্রিডি হিসেবে দেখা যাবে।
পদ্ধতিটি আবিস্কার করেছে কলিন ডেভিডসন। তার সম্পর্কে যদি তেমন জানা না থাকে তাহলে জেনে নিন, তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ভিশনে ডক্টরেট করেছেন, স্পেশাল ইফেক্ট এর জন্য অস্কার পেয়েছেন। পাইরেটস অব দি ক্যারিবিয়ান এর মত অনেকগুলি জনপ্রিয় ছবিতে কাজ করেছেন।
কলিনের মতে ষ্টার্ট থ্রিডি খুব দ্রুতই ফ্লিকারের মত জনপ্রিয় সাইটে পরিনত হবে।

No comments:

Post a Comment