January 29, 2010

এন্ড্রয়েডের জন্য ফায়ারফক্স আসছে ফেব্রুয়ারীতে Firefox (Fennec) for Android coming in February

ফেনেক নামে পরিচিত ফায়ারফক্সের মোবাইল ফোন ব্রাউজার আসছে এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেমের জন্য। ফেব্রুয়ারীতেই এর প্রথম বেটা পাওয়া যাবে। গত ডিসেম্বর থেকে এই নিয়ে বেশ তোড়জোর চলছে বলে জানা গিয়েছিল, এখন মজিলা বিষয়টি নিশ্চিত করেছে।
বর্তমানে ফায়ারফক্স কম্পিউটারের জন্য সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্রাউজার। মেমো অপারেটিং সিষ্টেমের জন্যও এটা ব্যবহৃত হচ্ছে (নোকিয়া এন-৯০০ এবং এন-৮০০)। উইন্ডোজ মোবাইলের জন্য একটি আলফা ভার্শনও রয়েছে। এই ঘোষনার ফলে এন্ড্রয়েড ব্যবহারকারীরাও স্বস্তি পাবেন সন্দেহ নেই।
এরপর কি ?
এপলের সাথে এর দেখা হতে হয়ত খুব দুরে নেই।
ফেনেক শব্দের অর্থ যদি না জানা থাকে তাহলে সেটাও জেনে নিন। এটা ছোট আকারের বিশেষ এক প্রজাতির শেয়ালের নাম।

No comments:

Post a Comment