অয়্যারলেস নেটওয়ার্কের নতুন প্রটোকল ৮০২.১১এন গত সেপ্টেম্বরের গ্রহন করা হয় এবং এখন তাকে ষ্টান্ডার্ড হিসেবে ঘোষনা দেয়া হল। মনে হতে পারে এ আর এমন কি সময় ? আসলে এটা অনুমোদনের জন্য সময় লেগেছে ৭ বছরের বেশি। ২০ টি দেশের ৪০০ এর অধিক প্রতিষ্ঠানকে লেগে থাকতে হয়েছে। অবশেষে জট খুলেছে।
প্রথমেই প্রশ্ন ওঠা স্বাভাবিক, এর সুবিধে কি। এর প্রধান সুবিধে, এর ডাটা প্রেরন ক্ষমতা অনেক বেশি। তাত্ত্বিকভাবে ৫৪ এমবিপিএস থেকে ৬০০ এমবিপিএস, যদি সবচেয়ে ভাল হার্ডওয়্যার ব্যবহার করা হয়। ভয়েস ওভার সত্যিকার অর্থেই ব্যবহার করা সম্ভব। কারো কারো মতে বর্তমানের কেবলের পরিবর্তে সাধারন কাজে এটা ব্যবহার করা সম্ভব।
এই মুহুর্তে ব্যবহারকারী এথেকে কতটা উপকার পেতে পারেন ?
খুব একটা না। এটা ব্যবহারের জন্য নতুন ধরনের যন্ত্রপাতি প্রয়োজন হবে। সীমিতভাবে হয়ত বিশেষ বিশেষ যায়গায় এর ব্যবহার চালু হবে। সাধারনের ব্যবহারের পর্যায়ে পৌছাতে অপেক্ষা করতে হতে পারে কয়েক বছর।
No comments:
Post a Comment