এটিএন্ডটি ঘোষনা করেছে তারা এলজি-র তৈরী ১ গিগাহার্টজ স্নাপড্রাগন প্রসেসরের মোবাইল ফোন LG GW820 eXpo বিক্রি করতে যাচ্ছে। উইন্ডোজ মোবাইল ৬.৫ ভিত্তিক এই ফোনে সাইড-স্লাইডার ফুল কিবোর্ড রয়েছে। ৩.২ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে সহ এই ফোনে আরো রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা, জিপিএস, থ্রিজি।
এতে স্মার্ট সেন্সর ফিংগারপ্রিন্ট রিকগনিশন ব্যবহার করা হয়েছে। ইচ্ছে করলে অন্য কারো এটা ব্যবহার বন্ধ করে দিতে পারেন। এছাড়া পিকো-প্রজেক্টর নামে একটি অপশনাল ডিভাইস ব্যবহার করা যাবে। যার অর্থ এটি পোর্টেবল প্রজেক্টর হিসেবে কাজ করবে। এটা ব্যবহার করে ফোন থেকে ৮ ফুট দুরত্বের পর্দায় প্রজেকশন করা যায়। এটা প্রোজেক্টর ব্যবহার করা প্রথম মোবাইল সেট।
এতে ১৬ গিগাবাইট বিল্টইন মেমোরী ছাড়াও মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যায়।
No comments:
Post a Comment