December 1, 2009

নতুন ধরনের ডিজিটাল এসএলআর ক্যামেরা DSLR camera concept designed by a student from California


এসএলআর ক্যামেরার একধরনের চেহারা দেখেই আমরা অভ্যস্থ মোটামুটি বক্সের মত একটি অংশ, সামনের দিকে লেন্স, ডানদিকে ওপরের কোনায় সাটার রিলিজ বাটন জুম, ফোকাস সহ অন্যান্য কন্ট্রোলগুলি বামহাতে করার ব্যবস্থা ক্যালিফোর্নিয়ার ইন্ডাষ্ট্রিয়াল ডিজাইনের ছাত্র এরিন ফঙ নতুন ধরনের ক্যামেরা ডিজাইন করেছেন যার ব্যবহার আরো সহজ এমনকি বামহাতিরাও অনায়াসে সহজে ব্যবহার করতে পারবেন এই ক্যামেরা

ক্যানন ডিজিটাল এসএলআরের ওপর ভিত্তি করে নোভা ডিজিটাল এসএলআর নামের এই ক্যামেরার ডিজাইন করেছেন তিনি এতে ধরার জন্য দুপাশে দুটি অংশ রয়েছে ইচ্ছে করলেই এদের দিক পরিবর্তন করা যায় (উল্লেখ করা যেতে পারে বিশ্বে ১৩ থেকে ৩০ ভাগ মানুষ বাহাতি) সাধারনভাবে পিছনদিকে যে কন্ট্রোলগুলি থাকে সেগুলিকে সামনের দিকে আনা হয়েছে সব ধরনের কন্ট্রোল আঙুলের নাগালে

ফঙ নিজে এই মডেল নিয়ে আশাবাদি অন্যদেরও আগ্রহের সৃষ্টি হয়েছে তবে ক্যামেরা কোম্পানীগুলির মধ্যে একমাত্র রিকো আগ্রহ দেখিয়েছে

No comments:

Post a Comment