December 1, 2009

গুগলকে এড়াতে যাচ্ছে মাইক্রোসফট newspapers will get rich shunning Google

ব্যবসার জন্য কতকিছুই না করা হয়। মাইক্রোসফটের বিরুদ্ধে ফন্দিফিকিরের অভিযোগের অভাব নেই। সব যায়গায় সফল হলেও পেরে ওঠেনি গুগলের সাথে। তাদের সার্চইঞ্জিনের চেয়ে গুগলের ব্যবহার অন্তত ৬ গুন বেশি। এখানে আঘাত হানতে ঘুরপথে যাচ্ছে মাইক্রোসফট। যারা গুগল ব্যবহার করে তাদের টাকা দিয়ে হাত করছে।

বিষয়টি এখনই একেবারে নিশ্চিত হওয়া সম্ভব না, তবে একাধিক সুত্র প্রকাশ করেছে মাইক্রোসফট বিভিন্ন সংবাদ সংস্থাকে বিপুল পরিমান অর্থ দিচ্ছে যেন তারা গুগলের ইনডেক্স থেকে তাদের তথ্য বাদ দেয়। ফিনান্সিয়াল টাইমস, ওয়াল ষ্ট্রিট জার্নাল, এপি এদের নাম প্রকাশ পেয়েছে। আরেকটি সুত্র বিষয়টি ভিন্নভাবে প্রকাশ করেছে। তাদের ভাষ্য অনুযায়ী মাইক্রোসফট চেষ্টা করছে যেন সার্চ করার পর গুগল এবং বিং দুজনে ভিন্নভাবে ফল দেখায়।

সংবাদপত্রের প্রিন্ট ভার্শন বিক্রি কমে যাওয়ার পর মুলত অনলাইনের ওপর তাদের নির্ভর করতে হচ্ছে। সার্চ বিষয়টি তাদের জন্য খুবই গুরুত্বপুর্ন। এই কথা সত্যি হলে অনেক তথ্য গুগল থেকে সার্চ করে পাওয়া যাবে না।

No comments:

Post a Comment