December 2, 2009

থান্ডারবার্ড ৩ রিলিজ ক্যান্ডডেট Thunderbird 3 RC1


মোজিলার ই-মেইল সফটওয়্যার থান্ডারবার্ড ৩ এর রিলিজ ক্যান্ডিডেট ডাউনলোডের জন্য দেয়া হয়েছে। এতে ইন্টারফেস এবং আগের ফিচারের উন্নতির সাথেসাথে অনেকগুলি নতুন ফিচার যোগ করা হয়েছে। সার্চ যোগ করা হয়েছে। নতুনদের মধ্যে সবচেয়ে বড় সংযোজন হচ্ছে ট্যাবড ইমেইল ব্রাউজিং।

কোন মেসেজে ক্লিক করলে সেটা নতুন ট্যাবে খুলবে। মাউসের মাঝের বাটনে ক্লিক করলে কাজটি হবে ব্যাকগ্রাউন্ডে। নামের ওপর মাঝের বাটনে ক্লিক করে ট্যাব বন্ধ করা যাবে।

নতুন ভার্শনে সার্ট টুল এবং এড-অন ম্যানেজার রায়েছে। এড্রেস বুক উন্নত করা হয়েছে। যারা জি-মেইল ব্যবহার করেন তারা আগের চেয়ে সহজে সেটআপ করতে পারবেন।

সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে এখান থেকে ; http://www.mozillamessaging.com/en-US/thunderbird/early_releases/downloads/

No comments:

Post a Comment