বর্তমানে অল্পকিছু ফোন এই সেবা ব্যবহারে সক্ষম। খুব দ্রুতই এই অবস্থার পরিবর্তন হবে সেকথা বলার অপেক্ষা রাখে না। আপাতত এলটিই সাপোর্টেড ল্যাপটপ মডেম ব্যবহারকারীরাই এটা ব্যবহার করবেন ধরে নেয়া যায়। সুইডেন এবং নরওয়ের রাজধানী ষ্টকহোম এবং অসলোতে এই সেবা দেয়া হচ্ছে।
বর্তমানের সবচেয়ে দ্রুতগতির থ্রিজি ১০০ এমবিপিএস এর দশ ভাগের একভাগ দ্রুততা দিতে পারে। সেদিক থেকে এই প্রযুক্তি বিশেষভাবে নজর কাড়ার মত। ব্যবহারিক ক্ষেত্রে এরসাথে মানানসই যন্ত্রপাতি কতদিনে হাতে পাওয়া যায় এবং তারপর কি গতি পাওয়া যায় সেটাই দেখার।
আগামী বছরের শুরুতে ফিনল্যান্ড এই সেবার আওতায় আসবে। ওটু এরই মধ্যে এটা পরীক্ষামুলকভাবে ব্যবহার করছে। ধরে নিতেই পারেন সামনের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-এ এবিষয়ে বড় ধরনের খবর পাওয়া যাবে।
No comments:
Post a Comment