December 16, 2009

আইফোনের জন্য মাইক্রোসফটের বিং Microsoft's Bing app debuts on iPhone


মাইক্রোসফটের ইন্টারনেট সার্চ সফটওয়্যার বিং এখন ব্যবহার করা যাবে আইফোনেও। বিনামুল্যের এই সফটওয়্যার এপলের ওয়েবসাইটে ডাউনলোডের জন্য দেয়া হয়েছে। এর প্রধান বৈশিষ্ট হিসেবে উল্লেখ্ করা হয়েছে সার্চ ম্যাপ, ভয়েস সার্চের ব্যবস্থা, এমনকি ঠিকানা বলে যায়গা খুজে বের করা ইত্যাদি। কোন যায়গা খুজে বের করার জন্য সহায়ক হবে বলে জানানো হয়েছে।

মাইক্রোসফট এর আগেও আইফোনের জন্য সফটওয়্যার তৈরী করেছে। সি-ড্রাগন ফটো, ট্যাগ রিডার সহ অনেকগুলি সফটওয়্যার এপলের ওয়েবসাইটে পাওয়া যায়। তবে মনে করতে পারেন এপল এবং মাইক্রোসফটের সম্পর্কের কথা। বাংলায় যাকে বলে সাপে-নেউলে সম্পর্ক। উইন্ডোজ মোবাইল, ব্লাকবেরি, সাইডকিক, ব্রু ইত্যাদির জন্য বিং চালু হলেও এখনও গুগলের এন্ড্রয়েড এর জন্য তৈরী হয়নি।

No comments:

Post a Comment