মাইক্রোসফট এর আগেও আইফোনের জন্য সফটওয়্যার তৈরী করেছে। সি-ড্রাগন ফটো, ট্যাগ রিডার সহ অনেকগুলি সফটওয়্যার এপলের ওয়েবসাইটে পাওয়া যায়। তবে মনে করতে পারেন এপল এবং মাইক্রোসফটের সম্পর্কের কথা। বাংলায় যাকে বলে সাপে-নেউলে সম্পর্ক। উইন্ডোজ মোবাইল, ব্লাকবেরি, সাইডকিক, ব্রু ইত্যাদির জন্য বিং চালু হলেও এখনও গুগলের এন্ড্রয়েড এর জন্য তৈরী হয়নি।
No comments:
Post a Comment