December 16, 2009

বোয়িং ৭৮৭ আকাশে উড়ল Boeing 787 completes first flight

হাজার কোটি ডলারের চেষ্টার ফল বোয়িং ৭৮৭ কয়েকবার সময় পেছানোর পর অবশেষে আকাশে উড়ল। প্রায় ৩ ঘন্টা আকাশে ওড়ার পর খারাপ আবহাওয়ার কারনে নির্ধারিত সময়ের আগেই বৃষ্টির মধ্যে নিরাপদে নেমেছে ড্রিমলাইনার নামের এই বিমান।
এই বিমানের প্রথম ওড়ার কথা ছিল ২০০৭ সালের ৮ জুলাই তারিখে। বিভিন্ন যান্ত্রিক সমস্যা এবং ধর্মঘটের কারনে তা বারবার পিছিয়েছে। অবশেষে সেটা আকাশে উড়েছে। সাড়ে ৫ ঘন্টা ওড়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারনে তা কমিয়ে ৩ ঘন্টায় আনা হয়েছে। তবে বিমানে কোন সমস্যা পাওয়া যায়নি।

আকাশে চলাচলের ক্ষেত্রে একে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। মাঝামাঝি আকারের এই বিমানে যাত্রীধারন ক্ষমতা ২৯০ থেকে ৩৩০ এর মধ্যে। ১৮৬-২০৬ ফুট দৈর্ঘ্যের এই বিমানের চলার সময় গতিবেগ ঘন্টায় ৫৬১ মাইল। এর মুল বৈশিষ্ট এটি জ্বালানী সাশ্রয়ী। বিমানের ওজন কম। এতে এল্যুমিনিয়াম, টাইটানিয়াম, ষ্টিল ইত্যাদির সাথে কার্বন ফাইবার ব্যবহার করা হয়েছে।
এখন পর্যন্ত এর ৮৪০টি তৈরীর অর্ডার পেয়েছে বোয়িং। ২০১০ এর শেষদিকে বানিজ্যিকভাবে এটা চলাচল করার কথা রয়েছে।

No comments:

Post a Comment