December 16, 2009

মাইক্রোসফটকে রেহাই দিচ্ছে ইইউ Microsoft browser pledge ends EU dispute

নিজেদের অপরাধ স্বিকার করে পদ্ধতি পরিবর্তনের কথা জানানোর পর মাইক্রোসফটের ওপর থেকে অভিযোগ তুলে নিচ্ছে ইউরোপিয় ইউনিয়ন। উইন্ডোজের সাথে ব্রাউজার দিয়ে অন্য ব্রাউজার নির্মাতাদের বাধা দেয়া হচ্ছে এই অভিযোগ ছিল ইউরোপিয় ইউনিয়নের। মাইক্রোসফট জানিয়েছে তারা উইন্ডোজে অন্য ব্রাউজারদের জন্য সুযোগ রাখবে।

ইউরোপিয়ান ইউনিয়নের কম্পিটিশন কমিশনার এর প্রতিক্রিয়ায় জানিয়েছেন এর ফলে অন্যান্য নির্মাতারা নতুন কিছু করতে উসাহবোধ করবেন। নতুন পদ্ধতিতে মাইক্রোসফট নিজেদের ইন্টারনেট এক্সপ্লোরার সহ মোট ১২টি ব্রাউজার ইনষ্টল করার অপশন রাখবে। এরমধ্যে রয়েছে বহুল ব্যবহৃত মজিলা ফায়ারফক্স, এপল সাফারি এবং গুগলের ক্রোম। মার্চ থেকে বিক্রি হওয়া ১০ কোটি পুরাতন এবং নতুন কম্পিউটারের ব্যবহারকারীদের এই সুযোগ দেয়া হবে। যারা মামলা করেছিল সেই অপেরা এবং গুগল একে স্বাগত জানিয়েছে।
এই সিদ্ধান্তের ফলে মাইক্রোসফটের ১৬৮ কোটি ডলার জরিমানা মওকুফ করে দেয়া হল। মাইক্রোসফট জানিয়েছে তারাও এই সিদ্ধান্তে খুশি।

No comments:

Post a Comment