December 4, 2009

আবিস্কারের প্রতিযোগীতা Teen scientists vie for $100,000 prize


সিমেন্সের আবিস্কার প্রতিযোগীতার চুড়ান্ত পর্বে ১ লক্ষ ডলার পাবার জন্য উপস্থিত হয়েছে হাইস্কুলের (কলেজের) তরুন বিজ্ঞানীরা। বিষয় অংক, বিজ্ঞান এবং প্রযুক্তি। ২১৫১টি শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। ৪১৪টি এলাকায় প্রতিযোগিতার পর বাছাই করা ২০ জন হাজির হয়েছে নিউইয়র্কে তাদের আবিস্কার নিয়ে। শুধু পুরস্কারই নয়, তাদের জন্য স্কলারশীপের অফার আসছে চারিদিক থেকে।

গতবছর বিজয়ী হন ১৭ বছর বয়সি ওয়েন চিয়ান। বিভিন্ন মেডিক্যাল যন্ত্রপাতিতে বিশেষ ধরনের আবরন দেয়ার পদ্ধতি বের করার জন্য তিনি পুরস্কার পান। এবারও অধিকাংশ প্রতিযোগি চিকিসা বিজ্ঞান বিষয়ের আবিস্কার উপস্থিত করেছে। ডায়াবেটিসের ওষুধ থেকে শুরু করে ক্যান্সারসহ বিভিন্ন ধরনের পরীক্ষার পদ্ধতি পর্যন্ত এনেছে তারা।

সোমবারে চুড়ান্ত প্রতিযোগিতা সরাসরি ইন্টারনেটে দেখা যাবে। ঠিকানা http://mapdigital.com/events/siemens/sc09/

No comments:

Post a Comment