গুগলের সাথে রীতিমত যুদ্ধে নেমেছে মাইক্রোসফট তাদের বিং সার্চ ইঞ্জিন নিয়ে। কিন্তু তারজন্য সবচেয়ে খারাপ খবর কি হতে পারে ? বক্সিং রিংয়ে পড়ে যাবার মত বিং এর মুল সাইট অন্তত ৪৫ মিনিট বন্ধ ছিল বৃহস্পতিবার বিকেলে।
মাইক্রোসফট বিষয়টি স্বিকার করেছে এবং টুইটারের মাধ্যমে জানিয়েছে তারা বিষয়টি দেখছে। এরবেশি কিছুই বলা হয়নি। এমনকি বিভিন্ন সংবাদ সংস্থা থেকে ই-মেইল করলেও সেগুলির উত্তর দেয়া হয়নি।
ঘটনাটি ঘটেছে মাইক্রোসফটের সার্চের উন্নতি এবং ম্যাপিং এর ঘোষনা দেয়ার পরপরই।
No comments:
Post a Comment