December 4, 2009

বোস হেডফোন Bose QuietComfort 15 headphones


শব্দের মানের বিষয়ে যারা বিন্দুমাত্র ছাড় দিতে রাজী নন তারা বোসের নাম ভালভাবেই জানেন তারা নতুন আরেকটি হেডফোন বাজারে ছেড়েছে QuietComfort 15 নামের এই নয়েজ ক্যান্সেলিং হেডফোন গোলমেলে পরিবেশে মিউজিকের সবটুকু উপভোগ করার মত করে তৈরী ব্যবহারকারীর মাথার আকার, বিভিন্ন ধরনের পছন্দ অপছন্দ বিবেচনায় এনে এমন পদার্থ দিয়ে এই হেডফোন তৈরী করা হয়েছে যা যেকারো জন্যই মানানসই হবে

একটিভ নয়েজ ক্যানসেলিং এর জন্য এতে একটি এএএ ব্যাটারী ব্যবহার করতে হয় এক চার্জে ব্যাটিরিটি ৩৫ ঘন্টা কাজ করে ব্যাটারীর আয়ু কমে ৫ ঘন্টার মধ্যে এলে একটি আলো সেটা জানান দেয়

হেডফোন কেনার সময় একটি বিষয়ই চিন্তার কারন হতে পারে, এর দাম ৩০০ থেকে ৩৫০ ডলার সাধারনভাবে ভাল হেডফোন বলে পরিচিত এলটেক ল্যান্সিং কিংবা ক্রিয়েটিভের চেয়ে অনেকটাই বেশি

No comments:

Post a Comment