ক্যানন ইওএস (ই-ওস, গ্রীক দেবতার নাম) ৭ডি অনেক দিক থেকে বিশেষভাবে উল্লেখ করার মত ক্যামেরা। প্রোজুমার লেভেলকে প্রফেশনাল লেভেলে নিয়ে গেছে এই ক্যামেরা। আর শুধু ষ্টিল-ই বা কেন, ভিডিও রেকর্ড করতে সক্ষম ক্যামেরার তালিকায় সেরা ক্যামেরার মর্যাদা পেয়েছে ক্যামকোর্ডারইনফো-র বিচারে।
১৮ মেগাপিক্সেল (৫১৮৪-৩৪৫৬ পিক্সেল) এই ক্যামেরায় এপিএস-সি সিমোস সেন্সর ব্যবহার করা হয়েছে। কন্টিনিউয়াস শ্যুটিং মোডে রেকর্ড করতে পারে ৮ফ্রেম/সে। বার্ষ্ট মোডে ১২৬টি জেপেগ/১৫টি র মোড ছবি ধরে রাখতে পারে। একেবারে নতুন ১৯ পয়েন্ট অটোফোকাস, অটোফোকাসের জন্য ভিন্ন প্রসেসর, ইমেজের জন্য ডিজিক-৪ প্রসেসর ব্যবহার করা হয়েছে এতে। সবধরনের ম্যানুয়েল কন্ট্রোলসহ ১০৮০পি ভিডিও রেকর্ডিং (২৪ ফ্রেম/সে, ৬০ ফ্রেম/সে)। বিরুপ আবহাওয়ায় ক্যামেরার ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার মত বডি। এক ক্যামেরায় যাকিছু আশা করতে পারেন সবই রয়েছে এতে।
আপনি যদি একেবারেই খুতখুতে হন তাহলে সমালোচনা করার মত কিছু বিষয় উল্লেখ করতে পারেন। ১৮ মেগাপিক্সেল এপিএস-সি সেন্সরের সত্যিকারের মান পেতে তেমনই উচুমানের লেন্স প্রয়োজন হবে। কিছু বাটনকে ভিন্ন ভিন্ন কাজে ব্যবহার করতে হয়। মিরর লক ইন্ডিকেটর নেই। ভিডিওর পুরো সেটিং কেবলমাত্র একটিভ ভিডিও মোডে পাওয়া যায় ইত্যাদি।
সার্বিকভাবে এর ভিডিওর মান নিয়ে প্রশ্ন করার সুযোগ নেই। ভিডিও ক্যামেরার বিকল্প হিসেবে অসাধারন। তাদের আগের মডেল ৫০ডি এবং তাদের সেরা ক্যামেরা ৫ডি মার্ক ২ এর মাঝখানে থেকে এই ক্যামেরা দুধরনের ব্যবহারকারীর প্রয়োজন মেটাতে সক্ষম।
এর দাম ২০০০ ডলারের কাছাকাছি।
No comments:
Post a Comment