আগামীবছরের ওয়ার্ল্ডকাপের ভিডিও থ্রিডিতে দেখা যাবে। এজন্য চুক্তি হয়েছে সনির সাথে ফিফার। অন্তত ২৫টি গেমকে থ্রিডি ভিডিও হিসেবে প্রচার করা হবে এই চুক্তির আওতায়। থ্রিডি টিভি এবং মুভি নিয়ে যে কয়েকটি কোম্পানী কাজ করছে তাদের মধ্যে সনি অন্যতম। সনি জানিয়েছে আগামী বছরই তারা বাড়িতে ব্যবহারযোগ্য থ্রিডি টিভি বিক্রি শুরু করবে।
এই টিভিতে থ্রিডি দেখার জন্য বিশেষ ধরনের চশমা ব্যবহার করতে হবে। এরফলে ডান এবং বাম চোখে পৃথকভাবে ভিডিও সিগনাল পৌছুবে। যদিও কোম্পানীগুলি খালিচোখে থ্রিডি দেখার প্রযুক্তি নিয়ে কাজ করে যাচ্ছে।
বর্তমানের যাকিছু থ্রিডি আমরা দেখার সুযোগ পাই সেগুলি এনিমেশন। অল্পদিনের মধ্যে রিলিজ হতে যাওয়া অবতার আগেই সাড়া ফেলেছে। খেলাধুলার ক্ষেত্রে থ্রিডি আরো বেশি জনপ্রিয়তা পাবে এটা বলার অপেক্ষা রাখে না।
তবে আপনি যদি বাড়িতে বসে দক্ষিন আফ্রিকার খেলার থ্রিডি আমেজ পেতে চান তাহলে কিছুটা হতাস হতে পারেন। এগুলি বাড়িতে দেখানোর জন্য সম্প্রচার করা হবে না। বরং সনির নিজস্ব বুথে দর্শকদের দেখানো হবে। তাদের এধরনের বুথ থাকবে বার্লিন, লন্ডন, মেক্সিকো সিটি, প্যারিস, রিও ডি জেনেইরো, রোম এবং সিডনিতে। আশার কথা এটুকুই, শর্তের সুযোগ এখনো শেষ হয়ে যায়নি।
No comments:
Post a Comment