ঘোষনা অনুযায়ী স্যামসাং স্মার্টফোনের জন্য তাদের নতুন অপারেটিং সিষ্টেম বাডা-র উদ্বোধন করেছে। লন্ডনে এক অনুষ্ঠানে তার নতুন এই অপারেটিং সিষ্টেমের বিস্তারিত দেখিয়েছে।
বাডা পুরোপুরিভাবে তাদের নিজস্ব TouchWiz ব্যবহার ইউজার ইন্টারফেস করবে। তারা যা প্রদর্শন করেছে তা অনেকটাই তাদের পিক্সন১২ এর ইন্টারফেসের মত। শুধুমাত্র পুরোপুরি টাচস্ক্রিন সেটে ব্যবহার করা যাবে। পুরোপুরি স্মার্টফোনের প্লাটফর্ম হিসেবে অন্যরাও এরজন্য সফটওয়্যার অন্যান্য কন্টেন্ট তৈরী করতে পারবেন।
একইসাথে বাডার জন্য সফটওয়্যার তৈরী প্রতিযোগিতার শুরু করা হয়েছে। এই প্রতিযোগিতায় পুরস্কারের পরিমান ২৭ লক্ষ ডলার। যা করতে হবে তা হল এই অপারেটিং সিষ্টেমের জন্য সফটওয়্যার তৈরী করে পাঠাতে হবে। এজন্য প্রয়োজনীয় এসডিকে তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেয়া যাবে।
No comments:
Post a Comment