ধীর্ঘ্য প্রতিক্ষার পর ম্যাক এবং লিনাক্স ব্যবহারকারীরা গুগলের ক্রোম ব্রাউজার ব্যবহারের সুযোগ পাচ্ছেন। গুগল জানিয়েছে ইন্টেল প্রসেসর ভিত্তিক ম্যাক অপারেটিং সিষ্টেম ১০.৫ এবং পরবর্তী ভার্শন এবং লিনাক্সের ডেবিয়ান, উবুন্টু, ফিডোরা, ওপেনসুসি ইত্যাদির জন্য ক্রোমের বেটা ভার্শন ডাউনলোডের জন্য দেয়া হয়েছে।
ক্রোম সম্পর্কে বড় অভিযোগ এরসাথে কোন এক্সটেনশন ব্যবহার করা যায় না। গুগল জানিয়েছে এখন থেকে উইন্ডোজ এবং লিনাক্স ভার্শনের জন্য এক্সটেনসন তৈরী ও ব্যবহার করা যাবে। তারা ৩০০ এক্সটেনসনের একটি গ্যালারী প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে ক্রোম বার্ড, টুইটার ফিড, টরেন্ট ডাউনলোডার, গুগল মেইল চেকার ইত্যাদি। ম্যাক ব্যবহারকারীদের এক্সটেনসনের জন্য আরো অপেক্ষা করতে হবে।
এক্সটেনসনগুলি খুব সহজে ইনষ্টল করা যায়। ডাউনলোড করে ইনষ্টলের জন্য ক্লিক করলেই হয়। আনইনষ্টল করাও সহজ।
No comments:
Post a Comment