December 8, 2009

ইন্টেল ল্যারাবি প্রসেসর : ভবিষ্যত অনিশ্চিত Intel's Larrabee Processor

ইন্টেল তাদের নির্মানাধীন ল্যারাবি গ্রাফিক্স প্রসেসরের কাজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষনা করেছে। লিনাক্স ব্যবহারকারীরা হতাস হয়েছেন এতে কারন ওপেন সোর্স ব্যবহারকারীদের জন্য আশার কথা শুনিয়েছিল এই প্রসেসর। অন্যদিকে এই খবরে খুশি হয়েছে নিশ্চয়ই তাদের প্রতিদ্বন্দি এনভিডিয়া এবং এএমডি। কারন একথা প্রকাশ হওয়ার সাথেসাথে তাদের শেয়ারের দাম বেড়ে গেছে।

সাধারনভাবে উইন্ডোজ কিংবা ম্যাক ব্যবহারকারীদের কাছে এতে তেমন কিছু যায় আসেনা। তাদের জন্য গ্রাফিক্স প্রসেসরের অভাব নেই। বরং অন্যরা এমনিতেই ইন্টেল থেকে এগিয়ে। লিনাক্স ব্যবহারকারীদের এত সুযোগ নেই। তাদের সবচেয়ে বেশি নির্ভর করতে হয় ইন্টেলের ইন্টিগ্রেটেড চিপের ওপর।

ল্যারাবির মাধ্যমে ইন্টেল সাধারন গ্রাফিক্স প্রসেসরদের প্রতিদ্বন্দিতা করতে চেয়েছিল। এখন ইন্টেল জানাচ্ছে তারা এর কাজ বন্ধ করে দিচ্ছে। তবে ল্যারাবি প্রযুক্তি ইন্টেলের অন্য চিপে ব্যবহার হতে পারে এমন কথাও শুনিয়েছেন তারা।

খবর প্রচারিত হওয়ার পর ইন্টেলের শেয়ারের দাম কমে গেছে। এএমডির শেয়ারের দাম বেড়েছে ৭.৯ ভাগ, এনভিডিয়ার বেড়েছে ১৪ ভাগ।

No comments:

Post a Comment