এখন পর্যন্ত জিপিএস ম্যাপ এবং স্যাটেলাইট নেভিগেশনের বিষয়টি দামী স্মার্টফোনের মধ্যে সীমাবদ্ধ। নোকিয়া একে কমদামী সেটে আনার ঘোষনা দিয়েছে। তাদের এস-৪০ অপারেটিং সিষ্টেমের ২৭১০ মডেলে নেভিগেশন যোগ করা হচ্ছে। এতে বিল্টইন জিপিএস এবং নোকিয়া ম্যাপ থাকবে এবং লাইফটাইম নেভিগেশন লাইসেন্স থাকবে।
সাধারনভাবে এই সেটে রয়েছে ২.২ ইঞ্চি ডিসপ্লে, ২ মেগাপিক্সেল ক্যামেরা, ১৬ গিগাবাইট পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্ট (২ গিগাবাইট সেটের সাথে দেয়া হবে), ব্লুটুথ, এফএম রেডিও, ৩.৫ মিমি অডিও জ্যাক ইত্যাদি। ইন্টারনেট ব্যবহারের জন্য এজ/জিপিআরএস থাকবে।
আগামী বছর মাঝামাঝি সময়ে এটা বাজারে পাওয়া যাবে বলে ধারনা করা হচ্ছে। এর দাম হবে ১৬০ ডলারের মত।
No comments:
Post a Comment