December 8, 2009

গুগলের অভিনব সার্চ পদ্ধতি Google offers search by sight, Live Translate

ইন্টারনেটে সার্চ করা বলতে একটামাত্র পদ্ধতিই আমরা বুঝি। যে বিষয় সার্চ করতে চাই তারসাথে মিল রেখে কিছু টাইপ করে সার্চ করা। বিষয়টির উন্নতি হয়েছে অনেক। বানান ভুল করলে, এক ভাষার বদলে অন্য ভাষা ব্যবহার করলেও তথ্য খুজে বের করা যায়। প্রশ্ন করে সার্চ করা যায়। কথা বলে সার্চ করার পদ্ধতিও চালু রয়েছে কিছুদিন হল। তারপরও, এভাবে কি সব তথ্য খুজে পাওয়া যায়। যখন আপনি জানেন না কি শব্দ টাইপ করতে হবে কিংবা কি বলতে হবে। যেমন ধরুন, আপনার হাতে রয়েছে একটা ছবি, কিসের আপনি জানেন না, জানতে চান। কি টাইপ করবেন ? কি প্রশ্ন করবেন ? এ সমস্যার সমাধান দিতে যাচ্ছে গুগল।

গুগলের নতুন এই সার্চের নাম গুগল গগলস। অনেকটা চশমার মতই কাজ করবে। আপনি সার্চ করার জন্য ক্যামেরায় ছবি উঠাবেন, ছবি আপলোড করবেন, আর গুগল সেই ছবির যাচাই করে তারসাথে মিল দেখে তথ্য খুজে বের করবে।

এখন পর্যন্ত পরীক্ষার পর্যায়ে রয়েছে বিষয়টি। যখন ব্যবহার শুরু হবে তখন আপনি কি করতে পারবেন একবার ভেবে দেখুন। কোন বইয়ের প্রচ্ছদ থেকে সেই বই খুজে পাবেন, সিডির কাভার থেকে খুজে পাবেন সেই সিডি, যায়গার ছবি থেকে সেই যায়গার তথ্য, লোগো থেকে জানবেন তার পেছনের সব তথ্য।

গুগল তাদের এই সার্চ পদ্ধতির ঘোষনা দেয়ার সাথে লাইভ ট্রান্সলেশন ইত্যাদির ডেমো দেখিয়েছে। এর কাজ হচ্ছে এক ভাষায় কথা বলার সাথেসাথে তা অন্য ভাষায় শোনা যাবে। বর্তমানেই আইফোন এবং এন্ড্রয়েড ভিত্তিক ড্রয়েড স্মার্টফোনে এব্যবস্থা চালু আছে। আগামী বছর প্রথমদিকেই এই সেবা অন্যদের জন্য চালূ হবে বলে জানানো হয়েছে।

No comments:

Post a Comment