ফটোগ্রাফিতে যাদের আগ্রহ তারা অনেকসময়ই খুজে পান না, এত চেষ্টার পরও ছবি ঝকঝকে উজ্জ্বল হচ্ছে না কেন। আলো কোথাও বেশি কোথাও কম মনে হচ্ছে কেন। বাস্তবে ক্যামেরা যত উন্নতই হোক আর ছবি উঠাতে যত পটুই হোন, এই সমস্যা কমবেশি থেকেই যায়। একারনেই একেভিসের প্লাগইন এনহান্সার। ছবির উজ্জলতা কম হওয়ার কারন যাই হোক না কেন, এ ঠিক করে দেবে।
এনহান্সার ৪টি মোডে কাজ করে। এনহান্সার, ফোকাস, স্মার্ট কারেকশন এবং এইচডিআর মোড। প্রথম তিনটি কাজ করে একক ছবির জন্য আর শেষটি সিরিজ ছবির জন্য।
এনহ্যান্স মোডের কাজ ছবির ডিটেল ঠিক করা। এক ডট থেকে আরেকটির পার্থক্য হিসেব করে কাজটি করা হয়। ফোকাস মোড শার্পনেস এবং ব্লারিনেস নিয়ে কাজ করে। আউট অব ফোকাস ইমেজকেও স্বচ্ছ করে তুলতে পারে এই মোড। আর স্মার্ট মোড কাজ করে রঙ নিয়ে। পুরো ছবির রং কিংবা নির্দিষ্ট অংশের রং সংশোধন-পরিবর্তন করা যাবে এই মোডে।
সফটওয়্যারটি প্লাগইন হিসেবে এবং পৃথক সফটওয়্যার হিসেবে ব্যবহারের জন্য পাওয়া যাবে। নতুন এই ভার্শনে ৬৪বিট সাপোর্ট যোগ করা হয়েছে। বিনামুল্যে ১০ দিন ব্যবহারের জন্য ট্রায়াল ভার্শন (উইন্ডোজ ভার্শন) ডাউনলোড করা যাবে।
No comments:
Post a Comment