জেমস ক্যামেরনের অবতার নামের ছবি মুক্তি পাওয়ার কথা এমাসেই, ১৬ ডিসেম্বর। জেমস ক্যামেরনের নামটা পরিচিত মনে হচ্ছে কি ? তার শেষ ছবি টাইটানিক করে ৮টি অস্কার জিতেছিলেন। এবারের ছবি নিয়ে আলোচনা তারচেয়েও বেশি। কারন এতে ব্যবহার করা প্রযুক্তি। প্রথমবারের মত থ্রিডি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এতে। আর জেমস ক্যামেরন নিজেই সেই ক্যামেরার ডিজাইনারদের একজন।
অবতার নামে কম্পিউটার/ভিডিও গেম সকলেরই পরিচিত। এই কাহিনী নিয়েই এডভেঞ্চারমুলক ছবি অবতার। অন্য কথায় বৈজ্ঞানিক কল্পকাহিনীও বলতে পারেন। ছবির বক্তব্য, প্যানডোরা নামের একটি গ্রহের অধিবাসীদের সাথে পৃথিবীর মানুষের যুদ্ধ। যুদ্ধের কৌশল হিসেবে মানুষের ডিএনএ-র সাথে সেই গ্রহের বাসিন্দা (নেভি)র ডিএনএ একত্রিত করে অবতার নামে একজনকে তৈরী করা হয়। তাকে স্পাই হিসেবে ব্যবহারের জন্য পাঠানো হয় নেভি-দের কাছে। কিন্তু সে গিয়ে বাস্তবতা দেখে তার মনোভাব পাল্টে যায়। কাহিনী শুধুমাত্র যুদ্ধ আর মারামারির মধ্যে থেমে থাকে না।
শুধুমাত্র এই ছবির জন্য বিশেষভাবে থ্রিডি ক্যামেরা তৈরী করা হয়েছে। এই প্রযুক্তিকে বলা হচ্ছে IMAX 3D. এই ছবি তৈরীতে খরচ করা হচ্ছে ৫০ কোটি ডলার। নির্মাতা প্রতিষ্ঠান টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স। তবে সাধারন দর্শকদের জন্য দুসংবাদ হচ্ছে অবতার থ্রিডি এবং টুডি দুভাবেই রিলিজ করা হলেও অধিকাংশ দর্শককেই দেখতে হবে টুডি হিসেবে। অন্তত বাংলাদেশে থ্রিডি সিনেমা দেখার ব্যবস্থা নেই। বাড়িতে ব্যবহারযোগ্য থ্রিডি প্রযুক্তি এখনো সাধারনের হাতে পৌছেনি।
No comments:
Post a Comment