ইনসাইড সফটওয়্যার নামে এক প্রতিষ্ঠান জানিয়েছে তারা প্রথমবারের মত শুধুমাত্র এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেমে চলা নেটবুকের জন্য সফটওয়্যার দোকান চালু করেছে। মুলত মোবাইল ফোনের জন্য তৈরী গুগলের এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেম বর্তমানে নেটবুকে ব্যবহার করা হচ্ছে এবং ইনসাইড সফটওয়্যার মুলত মোবাইল ফোনের বায়োস তৈরী করে।
কদিন আগেই এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেম উদ্বোধন করার পর এসার তাদের এস্পায়ার ওয়ান নামে একটি নেটবুক বাজারে ছেড়েছে যেখানে ডুয়াল বুট পদ্ধতিতে এন্ড্রয়েড এবং মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহার করা যাবে। এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেম এমনভাবে তৈরী যেখানে খুব সহজে ইন্টারনেট থেকে সফটওয়্যার ডাউনলোড করে ব্যবহার করা যাবে। ধারনা করা হচ্ছে অন্যান্য কোম্পানীও দ্রুতই নোটবুক এবং নেটবুকের জন্য এন্ড্রয়েডভিত্তিক সফটওয়্যার বিক্রি শুরু করবে।
ইনসাইড সফটওয়্যার এন্ড্রয়েড ভিত্তিক সফটওয়্যার ডেভেলপারদের তাদের কাছে সফটওয়্যার পাঠাতে উৎসাহিত করেছে। বর্তমানে তারাই একাজে একমাত্র প্রতিষ্ঠান যেখানে একজন প্রোগ্রামার তার কাজ পাঠাতে পারেন। যদিও বর্তমানে তারা শুধুমাত্র বিনামুল্যের সফটওয়্যার গ্রহন করছে। আগামী বছর থেকে তারা বিক্রির জন্য সফটওয়্যার গ্রহন করবে।
No comments:
Post a Comment