December 9, 2009

টেক্সট মেসেজ পাঠানোয় মামলা Woman sues Burger King over spam texts

টেক্সট মেসেজ পাঠিয়ে ব্যবসার প্রচারের চেষ্টা করায় ৫০ লক্ষ ডলার মামলার সম্মুখিন হয়েছে বার্গার কিং। মামলা করেছেন এলিজাবেথ স্প্যানিয়েল নামের এক মহিলা। তার অভিযোগ, তারকাছে অযাচিত মেসেজ পাঠিয়ে তাকে তাদের কফির অফার দেয়া হয়েছে। বলা হয়েছে সেটা খুব ভাল খাবার। একবার নিষেধ করার পর আবারও সেটা করা হয়েছে।

ফাষ্ট ফুডের বিষয়ে মামলা নতুন বিষয় না। একদিকে এগুলি অত্যন্ত জনপ্রিয়, অন্যদিকে খাবার সচেতন মানুষের কাছে এগুলি জাংক ফুড। বিষয়টি নানামতের জন্ম দিয়েছে। কারো মতে এই কারনে ৫০ লক্ষ ডলার ক্ষতিপুরন দাবী করা অত্যন্ত বেশি। কারো মত যে অন্যকে বিরক্ত করে তার উত্তর তাদের পদ্ধতিতেই দেয়া উচিত। ব্যবসা প্রতিষ্ঠানের জানা উচিত তাদের কাছে ফোন নাম্বার, ঠিকানা ইত্যাদি থাকলেই প্রচারপত্র পাঠানো যায় না।

No comments:

Post a Comment