পুলিটজার কমিটি তাদের আগের নিয়ম পাল্টে নতুন নিয়ম চালু করেছে যেখানে শুধুমাত্র অনলাইনে প্রকাশিত হয় এমন সংবাদ মাধ্যমের জন্যও পুরস্কারের ব্যবস্থা চালু করা হয়েছে। সাংবাদিকতার মোট ১৪টি ভাগের সবগুলিকেই শুধুমাত্র অনলাইনভিত্তিক প্রকাশনার পুরস্কার দেয়া হবে, শর্ত সেগুলির মুল কাজ সংবাদ পরিবেশন হতে হবে।
পুলিটজার কমিটি জানিয়েছে যে ওয়েব সাইট মুলত মন্তব্য প্রকাশ করে এবং অন্য ওয়েবসাইটের লিংক প্রকাশ করে সেগুলিও এর অন্তর্ভুক্ত হবে। এতদিন পর্যন্ত বিষয়টি সংবাদপত্র এবং পত্রিকার মধ্যে সীমাবদ্ধ ছিল।
কলাম্বিয়া উইনিভার্সিটির দেয়া এই পুরস্কারকে সাংবাদিকতার ক্ষেত্রে সবচেয়ে বড় পুরস্কার হিসেবে গন্য করা হয়। পুলিটজার পুরস্কার সবসময়ই পরিবর্তনের সাথে মিল রেখে চলেছে এবং পুরস্কারের নতুন বিন্যাস করেছে।
পুলিটজার ওয়েবসাইট : http://www.pulitzer.org/
No comments:
Post a Comment