গুগল ম্যাপ সম্পর্কে নতুন করে বলার প্রয়োজন নেই। এবারে ম্যাগের জগতে গুগলের সাথে প্রতিযোগিতায় নেমেছে মাইক্রোসফট। তাদের বিং ম্যাপ বেটা ছাড়া হয়েছে। মাইক্রোসফটের জন্য এটা অনেক বড় পদক্ষে সন্দেহ নেই। তবে যারা এটা দেখেছেন তারা বলছেন গুগলের সত্যিকারের প্রতিদ্বন্দি হতে আরো অনেকদুর যেতে হবে।
বিং ম্যাপ তৈরী করা হয়েছে সিলভারলাইটকে ভিত্তি করে। এর ছবির মান অত্যন্ত উন্নত। পথঘাট ভালভাবে চেনা যায় (ছবিতে মাইক্রোসফট হেডকোয়ার্টার দেখা যাচ্ছে পরিস্কারভাবেই)। ম্যাপ থেকে জিওট্যাগ করা ছবি দেখার ব্যবস্থা রয়েছে। ঠিকানা সার্চ করে ম্যাপে অবস্থান বের করা যায়।
এই মুহুর্তে আমেরিকার বাইরের ব্যবহারকারীদের ততটা আকর্ষন করবে না কারন এতে আমেরিকার ১০০টি শহরের ম্যাপ রয়েছে। আর গুগলের হাতে যে পরিমান তথ্য রয়েছে তার সাথে প্রতিযোগিতায় যেতে মাইক্রোসফটকে বহু পরিশ্রম করতে হবে। আর তারচেয়েও বড় কথা, মানুষ গুগল ম্যাপ ব্যবহার করে সাধারনত মোবাইল ফোনে। বর্তমানের বিং ম্যাপ ব্যবহার করা যাবে কম্পিউটারে।
No comments:
Post a Comment