আপনি গুগলে সার্চ করার সময় হয়ত লক্ষ্য করেছেন আপনি ইংরেজি শব্দ অথবা বাংলা শব্দ যা-ই লিখে সার্চ করুন না কেন, সেই বিষয়ের সাথে সম্পর্কিত ওয়েবপেজগুলি সার্চ রেজাল্টে দেখা যায়। অর্থাৎ আপনি ক্লাইমেট লিখে সার্চ করে ফল হিসেবে পরিবেশ বিষয়ক বাংলা সাইটে যেতে পারছেন। গুগল সম্প্রতি সার্চ অনুবাদের বিষয়টি চালু করেছে।
আপনি যদি বাংলায় সার্চ করেন তাহলেও একই বিষয়ের অন্য ভাষার ওয়েবসাইটের দেখা পাবেন। ৫১টি ভাষার যে কোনটিতে অনুবাদ করতে সক্ষম এই পদ্ধতি। সার্চ রেজাল্ট হিসেবে ৫টি ভাষায় ফল দেখা যাবে।
হয়ত লক্ষ্য করেছেন কোন কোন ওয়েবসাইটে ট্রান্সলেট নামে একটি বাটন থাকে। সেখানে ক্লিক করলে অনুবাদ হয়ে অন্য ভাষায় সেটি পড়া যায়। ইন্টারনেটের ক্ষেত্রে ভাষা এখন আর কোন প্রবিন্ধকতা নেই। বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতই, যে যেভাষাতেই বলুক আপনি বুঝবেন। আপনি যে ভাষাতেই বলুন, আরেকজন বুঝবে।
No comments:
Post a Comment