December 3, 2009

বিনামুল্যে মুভি ক্লিপের সাইট Movieclips.com launches

হলিউডের সব ধরনের মুভির ভিডিও ক্লিপ শেয়ার করার সাইট Movieclips.com এর বেটা ভার্শন চালু করা হয়েছে। হলিউডের প্রধান ৬টি ষ্টুডিও টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্স, মেট্রো গোল্ডউইন মেয়ার, প্যারামাউন্ট, সনি পিকচার্স, ইউনিভার্শাল পিকচার্স এবং ওয়ার্নার এর সাথে সমঝোতার ভিত্তিতে এটা চালু করা হল।

এর প্রতিষ্ঠাতা এবং প্রধান ২৭ বছর বয়সি জেচ জেমস একে আগের মুভিকে নতুন প্রজন্মের সামনে আনার ভাল ব্যবস্থা বলে উল্লেখ করেছেন। বর্তমানে এতে ১ হাজারের বেশি মুভি থেকে ১২ হাজার ক্লিপ যোগ করা হয়েছে। এগুলি ফেসবুক, টুইটার, ই-মেইল ইত্যাদির মাধ্যমে শেয়ার করা যাবে। সরাসরি সাইট যাওয়া ছাড়াও সার্চ করে ক্লিপগুলি পাওয়া যাবে। সাইট নির্মাতাদের আশা করছেন এখান থেকে লিংকের মাধ্যমে অনেকে মুভি কিনবেন বা ভাড়া নেবেন আমাজন বা এপল আই-টিউন থেকে।

এতে নতুন এবং পুরাতন সব ধরনের মুভির ক্লিপ যোগ করা হয়েছে। উল্লেখযোগ্য মুভি ষ্টুডিওর মধ্যে ডিজনি এবং লায়নস গেট এর বাইরে রয়েছে।

No comments:

Post a Comment