December 3, 2009

প্রথম ক্রোম নেটবুক তৈরী করবে এসার Acer to make the first Chrome OS Netbook

এসার জানিয়েছে তারা গুগলের ব্রাউজারভিত্তিক অপারেটিং সিষ্টেম ক্রোম ব্যবহার করে নেটবুক তৈরীর কাজ করে যাচ্ছে এসারের চেয়ারম্যান জানিয়েছেন তিনি আশাদাবাদী তার কোম্পানী প্রথম ক্রোম কম্পিউটার তৈরী করবে শোনা যাচ্ছে আগামী বছরের মাঝামাঝি এই কম্পিউটার দেখা যেতে পারে

এসার ছাড়াও আরো কয়েকটি কোম্পানী গুগলের সাথে এই বিষয়ে কাজ করছে এদের মধ্যে রয়েছে আসুস, এইচপি, লেনোভো এবং তোসিবা ডেল নিশ্চিত না করলেও পরীক্ষামুলক কাজ করছে

গুগল তাদের ক্রোমের প্রদর্শনীতে জানিয়েছে এতে বর্তমানের চেয়ে বড় কিবোর্ড, বড় স্ক্রিণ, ৩২ বিট এবং আরম প্রসেসর, সলিড ষ্টেট ড্রাইভ, ওয়াই-ফাই ইত্যাদি অন্তর্ভুক্ত করবে

No comments:

Post a Comment