কয়েকদিন আগে গুগল তাদের এন্ড্রয়েডের ওবেসাইটে জানিয়েছিল তাদের অপারেটিং সিষ্টেম ২ এর আপডেট আসতে যাচ্ছে। এখন বিষয়টা নিশ্চিত। এরই মধ্যে এইচটিসি-র রম ২.১ এ আপডেট করা হয়েছে। কাজেই নতুন ভার্শনের রিলিজ হওয়ার বিষয়টি সময়ের অপেক্ষা মাত্র। গুজব ছড়িয়েছে ১০ তারিখে এটা রিলিজ হবে।
নতুন এন্ড্রয়েডের সাথে নতুন নিয়ম চালু হবে বলে কথা শোনা যাচ্ছে। নতুন নিয়মে তাদের কাছে সরাসরি ক্রেডিট কার্ডে টাকা দেয়ার বদলে মোবাইল সেবাদানকারীকে টাকা দিলেই চলবে। এর অর্থ এন্ড্রয়েডের মার্কেটপ্লেস এর পরিবর্তন আনা হচ্ছে। উল্লেখ করা যেতে পারে এন্ড্রয়েড ব্যবহারকারীরা এখনও ভার্শন ২ ব্যবহারযোগ্য যথেষ্ট যন্ত্রপাতি হাতে পাননি।
No comments:
Post a Comment