December 23, 2009

অপেরা ১০.৫ ক্রোম-সাফারিকে ছাড়িয়ে যাবে Opera 10.5 pre-alpha goes Chrome hunting

অপেরার ১০.৫ ভার্শন এর প্রিভিউ দেখানো হয়েছে মাত্র এখনই এর জাভাস্ক্রিপ্ট রেন্ডারিং ইঞ্জিনকে গুগলের ক্রোম কিংবা এপলের সাফারির সাথে তুলনা করা হচ্ছে বেঞ্চমার্কে বর্তমানের প্রচলিত অপেরা থেকে ৭.৫ গুন দ্রুত কর্মক্ষমতা দেখিয়েছে যা গতিতে গুগলের ক্রোমকে ছাড়িয়ে যায় ক্রোমের ৫১০.৪ মিলিসেকেন্ডের যায়গায় অপেরা সময় নিয়েছে ৪৩৫.৬ মিলিসেকেন্ড

অন্যান্য পরিবর্তনের মধ্যে রয়েছে ফায়ারফক্স এবং ক্রোম এর মত অনুমাননির্ভর এড্রেসবার মুল ব্রাউজারের ইন্টারফেসেও পরিবর্তন আনা হয়েছে মেনু বারকে ছোট করা হয়েছে ছোট আকারের ড্রপ ডাউন বার রাখা হয়েছে
সমস্যা হিসেবে উল্লেখ করা হচ্ছে ম্যাক ভার্শনে এখনো প্রিন্টার সাপোর্ট যোগ করা হয়নি এবং বেশি মেমোরী প্রয়োজন হয় তবে এটা প্রি-আলফা ভার্শন মুল ভার্শনে যেতে যেতে এগুলি ঠিক করে নেয়া হবে বলে ধরে নেয়া যায়

No comments:

Post a Comment