December 23, 2009

মাইক্রোসফট ওয়ার্ড বিক্রিতে নিষেধাজ্ঞা Court bans sale of Microsoft Word

বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার মাইক্রোসফটের ওয়ার্ড বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত। একই সাথে একটি কানাডিয়ান সফটওয়্যার কোম্পানীকে ২৯ কোটি ডলার ক্ষতিপুরন দেয়ার নির্দেশ দিয়েছে মাইক্রোসফটকে। পেটেন্ট বিষয়ক এক মামলায় মাইক্রোসফটকে অভিযুক্ত করে এই রায় দেয়া হয়।
টরেন্টো ভিত্তিক একটি সফটওয়্যার কোম্পানী আই-ফোর-আই মাইক্রোসফটের নামে মামলা করেছিল ২০০৭ সালে। তাদের দাবী এতে তাদের তৈরী একটি টুল ব্যবহার করা হয়েছে। আদালত এর পক্ষে সত্যতা পেয়েছে এবং মাইক্রোসফটের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
মাইক্রোসফট জানিয়েছে তারা খুব দ্রুত এই বিষয়টি সংশোধন করে নতুনভাবে ওয়ার্ড বিক্রি করবে। আগামী বছর রিলিজ হতে যাওয়া তাদের ওয়ার্ড ২০১০ এবং অফিস ২০১০ এ এই কোডগুলি বাদ দেয়া হবে।

No comments:

Post a Comment