December 22, 2009

নেটবুকে আসছে হাই ডেফিনিশন ভিডিও HD video to Netbooks

যারা নেটবুকে হাই ডেফিনিশন ভিডিও দেখতে চান তাদের জন্য সুযোগ করে দিচ্ছে এনভিডিয়া এবং ব্রডকম। বর্তমানের নেটবুকগুলি হাই ডেফিনিশন ভিডিও ব্যবহারের জন্য যথেষ্ট শক্তিশালী না, ইন্টেলের এটম প্রসেসরের বড় ধরনের পরিবর্তনের কথা বলার পরও। ইন্টেল বলছে এজন্য তারা ব্রডকমের একটি চিপ ব্যবহার করবে যা ফুল হাই ডেফিনিশন ১০৮০পি ভিডিও প্লে করতে পারবে।

গতকাল ব্রডকম তাদের BCM70015 কৃষ্টাল এইচডি চিপ ঘোষনা করে। তারা জানিয়েছে এটা এডবি ফ্লাশ পেলয়ার ১০ এবং উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ১২ ব্যবহার করতে পারবে। এতে খুব উচু মানের ভিডিও দেখা যাবে।
ব্যবহারকারীদের জন্য আরেকটি পছন্দ হতে যাচ্ছে ইন্টেলের নতুন প্রসেসরের সাথে এনভিডিয়ার আয়ন চিপ। এর সাহায্যে সহজেই হাইডেফিনিশন ভিডিও দেখা যাবে। উল্লেখ করা যেতে পারে ভিডিও ওয়েব সাইট হুলু এবং ইউটিউব তাদের অধিকাংশ ভিডিও হাই ডেফিনিশনে পরিবর্তন করেছে। এছাড়া এনভিডিয়ার আরেকটি সুবিধে হচ্ছে এতে থ্রিডি গেম খেলা যাবে যা ব্রডকমে যায় না।

No comments:

Post a Comment