December 23, 2009

সুপারস্পিড ইউএসবি ৩ ড্রাইভ আসছে WD And NEC To Promote Superspeed USB 3.0 Standard

বিশ্বের প্রধান হার্ডডিস্ক নির্মাতা ওয়েষ্টার্ন ডিজিটাল এবং এনইসি একসাথে জানিয়েছে তারা ইউএসবি ৩ নিয়ে একসাথে কাজ করছে। ইউএসবি ৩ ৫ গিগাবিট/সে ডাটা ট্রান্সফার করতে সক্ষম যা বর্তমানে ইউএসবি ২ থেকে ১০ গুন বেশি। দ্রুততাবৃদ্ধির সাথেসাথে শক্তি ব্যবহারও কমাবে এগুলি। ইউএসবি ৩ ব্যবহার করা প্রথম ডিভাইস হিসেবে হার্ডডিস্ক আসতে যাচ্ছে।

দুই কোম্পানী একত্রে প্রথমে সুপারস্পিড ইউএসবি ৩ কে ষ্টান্ডার্ড হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে। এজন্য তাদের নতুন প্রোটোকল ব্যবহার করতে হবে। ইউএসবি ২ বাল্ক ওনলি প্রো্রটাকল (বিওটি) ব্যবহার করে, তার যায়গায় তারা ইউএসবি এটাচড স্কুজি প্রোটোকল (ইউএএসপি) আনতে যাচ্ছে।
এনইসি-র প্রযুক্তি এবং ওয়েষ্টার্ন ডিজিটালের ড্রাইভ, প্রযুক্তির ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে পারে, বলছেন এনইসি-র ডেপুটি জেনারেল ম্যানেজার।

No comments:

Post a Comment