December 10, 2009

থ্রিডির নতুন অভিজ্ঞতা আনছে এনভিডিয়া NVIDIA Announces Amazing 3D Experience

আগে থেকেই বলা হচ্ছে ২০১০ হবে থ্রিডির জন্য যুগান্তকারী এক বছর। বাড়িতে থ্রিডি টিভির প্রচলন শুরু হবে। সনি এরই মধ্যে ফিফার সাথে চুক্তি করেছে বিশ্বকাপের খেলা থ্রিডিতে দেখানোর। হলিউড থ্রিডি মুভি তৈরী করছে। কম্পিউটার গ্রাফিক্স জগতের অন্যতম প্রতিস্ঠান এনভিডিয়া আরেকধাপ এগিয়ে থ্রিডিকে বাড়িতে আনার ব্যবস্থা করছে। থ্রিডি ব্লু-রে আনতে যাচ্ছে তারা।
তারা এক প্রদর্শনীতে তাদের এই প্রযুক্তি দেখিয়েছে। এতে কম্পিউটারের সাথে জিফোর্স এবং এনভিডিয়া থ্রিডি চশমা এবং এসারের থ্রিডি এলসিডি ডিসপ্লে ব্যবহার করে দেখিয়েছে। এনভিডিয়া এনিয়ে কাজ করছে আর্কসফট, কোরেল, সাইবার লিংক এবং সনিকের সাথে যেন আগামী বছরই থ্রিডি ব্লু-রে মানুষের হাতে পৌছে দেয়া যায়।
একাজের জন্য তারা এভিসি মাল্টিভিউ কোডেক (এভিডি-এমভিসি) কোডেক ব্যবহার করছে। এনভিডিয়া চিপ একে রিয়েলটাইম ডিকোড করতে পারে। ফল বাড়িতে বসেই থ্রিডি দেখার সুযোগ। তাদের জিফোর্স জিটি ২৪০ (দাম ৯৯ ডলার) থেকেই একাজ করা সম্ভব। ব্যবহারকারী ১০০০ ডলারের মধ্যেই থ্রিডি চশমাসহ এমন কম্পিউটার হাতে পাবেন যেখানে থ্রিডি দেখার ব্যবস্থা থাকবে। এতে থ্রিডি ব্লু-রে মুভি দেখা যাবে, থ্রিডি ফটোগ্রাফ দেখা যাবে, থ্রিডি ওয়েব ব্যবহার করা যাবে এবং ৪০০ এর বেশি থ্রিডি গেম খেলা যাবে।
ব্যবহারকারীদের থ্রিডি চশমা, ডিসপ্লে কার্ড এবং ব্লু-রে মুভির সাথে অতিরিক্ত একটাই নতুন বিষয় যোগ করা প্রয়োজন হবে। তা হচ্ছে থ্রিডি দেখাতে পারে এমন ডিসপ্লে।

No comments:

Post a Comment