জেভিসি হার্ডডিস্কভিত্তিক আরো একটি হাই ডেফিনিশন ভিডিও ক্যামেরা বাজারে এনেছে। এতে ১২০ গিগাবাইট ইন্টারনাল হার্ডডিস্ক ব্যবহার করা হয়েছে ষ্টোরেজ এর জন্য। এছাড়া ১/৪.১ ইঞ্চি ৩.৩২ মেগাপিক্সেল সিমোস সেন্সর, ৩০ এক্স অপটিক্যাল জুম, কনিকা – মিনোল্টা লেন্স ব্যবহার করা হয়েছে। এটা তাদের হার্ডডিস্কভিত্তিক ক্যামেরার মধ্যে সবচেয়ে ছোট এবং সবচেয়ে হাল্কা ক্যামেরা।
এই ক্যামেরাটি বাজারে ছাড়া হল গত সপ্তাহে ৩টি ষ্টান্ডার্ড ডেফিনিশন ক্যামেরার ঘোষনা দেয়ার পরপরই। আপাতত ক্যামেরাটি শুধুমাত্র জাপানে বিক্রি করা হচ্ছে।
ক্যামেরা সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিজিট করুন ; http://www.jvc-victor.co.jp/dvmain/gz-hd620/index.html
No comments:
Post a Comment