মাত্র ১৬.৫ মিমি পুরুত্বের ১৩ ইঞ্চি ল্যাপটপ হয়ত পুরুত্বের দিক থেকে ম্যাকের ম্যাকবুক এয়ারের সাথে প্রতিযোগিতায় পিছিয়ে, কিন্তু একেবারে নেটবুকের দামে যদি পাওয়া যায়। ডেলের ভষ্ট্রো ভি১৩ সেই সুযোগ করে দিচ্ছে।
চার ধরনের প্রসেসর পছন্দের সুযোগ রয়েছে ব্যবহারকারীর। কোর ২ ডুয়ো ১.৩ গিগাহার্টজ থেকে সেলেরন ১.২ গিগাহার্টজ। ৪াগগাবাইট পর্যন্ত ডিডিআর-৩ ১০৬৬ মেগাহার্টজ মেমোরী, ওয়াই-ফাই, ১.৩ মেগাপিক্সেল ওয়েব ক্যাম, ৫-১ কার্ড রিডার এবং অন্যান্য সাধারন বিষয়গুলি রয়েছে এতে। অপারেটিং সিষ্টেম হিসেবে উবুন্টু থেকে উইন্ডোজ ৭ সবকিছুই ব্যবহার করা যাবে।
আপাতত শুধুমাত্র সিংগাপুরে বিক্রি হচ্ছে এই নোটবুক। দাম ৪৫০ ডলার। কোন কনফিগারেশনের দাম কত বিষয়টি স্পষ্ট করে জানানো হয়নি।
No comments:
Post a Comment