পেনটাক্সের এসএলআর ক্যামেরা কে-৭ বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ক্যামেরাগুলির একটি। ওয়েদারপ্রুফ বিষয়টি আরো এগিয়ে নিতে তারা ওয়েদারপ্রুফ লেন্স ছেড়েছে। ১০০ মিমি এই লেন্স ডিজিটাল এবং ফিল্ম ক্যামেরা দুযায়গাতেই ব্যবহার করা যাবে। ঝঞ্ঝাটপুর্ন আবহাওয়ায় ছবি উঠাতে এটা অনেকেরই পছন্দ হবে ধরে নেয়া যায়।
এর বাইরের দিকে উচু মানের এল্যুমিনিয়াম আবরন দেয়া। আর এটা বিশ্বের প্রথম লেন্স যার ভেতরের এপারচার ব্লেড একেবারে গোলাকার। সরাসরি লেন্সের ওপর কোটিং দেয়া যেন পানি, তেল, হাতের ছাপ ইত্যাদির কারনে ক্ষতি না হয়।
এটা ম্যাক্রো লেন্স হিসেবে ১৩ সেমি দুরত্বে ছবি উঠাতে সক্ষম। ফলে পোকামাকড়, ফুল ইত্যাদির একেবারে কাছে থেকে ছবি উঠানো যাবে। পেনটাক্সের নিজস্ব কুইক সিফট ফোকাস ব্যবস্থায় অটোফোকাস করার পর মুহুর্তেই ম্যানুয়েল ফোকাস ব্যবহার করা যাবে।
PENTAX D FA MACRO 100mm F2.8 WR নামে পরিচিত এই লেন্সের দাম ৮৫০ ডলার।
উল্লেখ করা যেতে পারে পেনটাক্সের K-7, K20D, K200D, K10D ইত্যাদি ক্যামেরা ওয়েদারপ্রুফ।
No comments:
Post a Comment