December 15, 2009

নাইকনের অন ইন ওয়ান লেন্স Nikon 18-200mm f/3.5-5.6G IF-ED AF-S DX VR II Nikkor

নাইকন তাদের ১৮-২০০ মিমি লেন্সকে আপডেট করে ভিআর-২ নামে বাজারে ছেড়েছে কয়েকমাস আগে। নাম থেকেই ধরে নেয়া যায় এতে ইমেজ ষ্ট্যাবিলাইজেশন (তাদের ভাষায় ভাইব্রেশন রিডাকশন) বিষয়টিকে গুরুত্ব দেয়া হয়েছে ওয়াইড থেকে টেলি সব কাজের উপযোগি এই লেন্সে। 
তাদের প্রথম লেন্স বাজারে ছাড়া হয়েছিল ২০০৫ সালে। লেন্সের গঠনের দিক থেকে নতুন কিছু আনা হয়নি। বরং সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে। ডায়াফ্রেমকে গোলাকার করা হয়েছে। ফ্লেয়ার এবং ঘোষ্টিং দুর করার জন্য সুপার ইন্টগ্রেটেড কোটিং দেয়া হয়েছে। জুম লক সুইচ যোগ করা হয়েছে। সাব-ফ্রেম ক্যামেরায় এটা ২৭-৩০০ মিমি এর সমান কাজ করবে।

নতুন লেন্সে যা উন্নতি করা হয়েছে তা এর শার্পনেস। ফলে ওয়াইড এবং মিড উভয় ক্ষেত্রেই আগের লেন্সের চেয়ে অনেক ভাল ছবি পাওয়া যায়। তবে টেলিফটো হিসেবে উল্লেখ করার মত ততটা ভালনা, বলছেন যারা লেন্স পরীক্ষা করেন তারা।
ক্রোমাটিক এবারেশন মুলত আগের মতই রয়ে গেছে। এছাড়া দীর্ঘ জুম রেঞ্জের কারনে কিছুটা ডিস্টর্শনও পাওয়া যায়। ম্যাক্রো হিসেবে তৈরী না হলেও ম্যাক্রো হিসেবে ব্যবহার করা যায়।
সবকিছু মিলিয়ে, লেন্সটির গঠন এবং ছোট আকারের কারনে সব কাজে ব্যবহারের উপযোগি। এসএলআর গিয়ার তাদের রেটিং-এ বলছে ৭.৫। যারা একটিমাত্র লেন্স ব্যবহার করতে চান তাদের জন্য আদর্শ হতে পারে। এর দাম ৭৫০ ডলার।

No comments:

Post a Comment