December 15, 2009

অষ্ট্রেলিয়া ইন্টারনেট ফিল্টার চালু করতে যাচ্ছে Australian government to introduce Internet filter

এবছর চীনের সরকার সেখানে বিক্রি হওয়া সব কম্পিউটারে ইন্টারনেট ফিল্টার সফটওয়্যার ইনষ্টল করা বাধ্যতামুলক করার সিদ্ধান্ত নিয়ে সারা পৃথিবীতে সমালোচিত হয়েছিল। একই কাজ করতে যাচ্ছে অষ্ট্রেলিয়া। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে মুলত শিশুদের ক্ষতিকর বিষয় থেকে দুরে রাখার জন্য একাজ করা হবে। এরসাথে মাদক এবং সন্ত্রাসের কথাও যোগ করা হয়েছে। এ ব্যবস্থা চালু হলে অষ্ট্রেলিয়া গনতান্ত্রিক দেশগুলির মধ্যে সবচেয়ে সংরক্ষিত ইন্টারনেট ব্যবস্থার দেশে পরিনত হবে।

এই ফিল্টারের আওতায় পর্নগ্রাফি, সহিংসতার তথ্য এবং ভিডিও, অবৈধ মাদক ইত্যাদি বিষয় বাদ দেয়া হবে। বর্তমানে আইন অনুযায়ী অষ্ট্রেলিয়ায় এগুলি ওয়েব সাইটে প্রকাশ করা অবৈধ। তবে এর ওপর সরকারের কোন নিয়ন্ত্রন নেই। নতুন ব্যবস্থায় এধরনের সাইট ফিল্টার করে বাদ দেয়া হবে।
ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে মিশর এবং ইরানে সবচেয়ে সংরক্ষন নীতি ব্যবহার করা হয় এবং এধরনের অপরাধের জন্য ব্লগারকে জেলে যেতে হয়। চীনে তথ্য ফিল্টারের ব্যবস্থা চালু রয়েছে। কানাডা, সুইডেন এবং বৃটেনেও ফিল্টার ব্যবহার করা হয় তবে সেগুলি বাধ্যতামুলক নয়। আমেরিকার পেনসিলভানিয়ায় ফিল্টার চালু করা হয়েছিল অল্পদিনের জন্য কিন্তু কোর্টের নির্দেশে তা বাতিল করা হয়।
অষ্ট্রেলিয়া ২০১১ সালে এটা চালু করবে বলে জানা গেছে।

No comments:

Post a Comment