December 16, 2009

৯৯ ডলারে ল্যাপটপ World's First $99 Laptop Debuts


১০০ ডলারের মধ্যে ল্যাপটপ সাধারনের হাতে তুলে দেয়া হবে এমন কথা শোনা যাচ্ছে বহুদিন থেকেই। বিশেষ করে শিশুদের হাতে পৌছে দেয়া হবে কমদামী কম্পিউটার। বিষয়টিকে আরো সামনে এনে ভারত সরকার একবার জানিয়েছিল তারা ১০ ডলারে কম্পিউটার দেবে সাধারন মানুষের হাতে। বাংলাদেশ সরকার জানিয়েছে ১০ হাজার টাকায় ল্যাপটপ দেয়ার লক্ষ্যে কাজ করা হচ্ছে। কিন্তু বিষয়টি আর কথাবার্তার মধ্যে সীমাবদ্ধ নেই। বাস্তবে ৯৯ ডলারে কম্পিউটার বিক্রি শুরু হয়েছে।
এর নাম আফ্রিকা। নাম থেকেই ধরে নিতে পারেন এটা আফ্রিকা মহাদেশে ব্যবহারের লক্ষ্যে তৈরী। নামকরন করা হয়েছে ঘানা ভিত্তিক বেসরকারী মানবাধিকার সংস্থা PAAJAF এর সন্মানে। তৈরী করেছে চেরীপল নামের এক কোম্পানী।

৭ ইঞ্চি ডিসপ্লের এই চেরীপল আফ্রিকা কম্পিউটারে রয়েছে ৪০০ মেগাহার্টজ প্রসেসর, ২৫৬ মেগাবাইট র‌্যাম, ২ গিগাবাইট ফ্লাশ মেমোরী, এটা চলবে লিনাক্স অথবা উইন্ডোজ সিই অপারেটিং সিষ্টেমেল চেরীপলের অনলাইন ষ্টোর থেকে http://www.cherrypal.com/shop.php  এটা কেনা যাবে। উল্লেখ করা যেতে পারে ২০০৮ সালে চেরীপল তখনকার সবচেয়ে কমদামী ল্যাপটপ ইমপালস তৈরী করেছিল যার দাম ছিল ১৩৯ ডলার।
সেবামুলক কার্যক্রম ওয়ান ল্যাপটপ পার চিলড্রেন OLPC শিশুদের হাতে কমদামী কম্পিউটার তুলে দেয়ার কাজ করে। তারা ১৯৯ ডলারের ওএলপিসি পোর্টেবল কিনে উন্নয়নশীল দেশের ছাত্রদের কাছে পৌছে দেয়।
বর্তমান সময়ে এই কম্পিউটার কারো কাছে আকর্ষনীয় মনে হবে না নিশ্চয়ই। তবে এটা তৈরী করা হয়েছে বিশ্বের সবচেয়ে পিছিয়ে থাকা এলাকার মানুষের জন্য। যারা সামান্য টাকায় হাতে এমন কম্পিউটার পাবে যার ইন্টারনেট ব্যবহারের প্রাথমিক কাজ করা যাবে এবং যন্ত্রটি নির্ভরযোগ্য হবে।
 

No comments:

Post a Comment