গুগল নিজেই বিক্রির জন্য ফোন তৈরী করছে একথা জানা গেছে অনেকদিন আগে। কোন নাম ব্যবহার না করায় ধরে নেয়া হয়েছিল সেটা গুগল ফোন নামে বাজারে আসবে। কদিন আগে গুগল তার কর্মচারীদের একটা ফোন দেয় পরীক্ষামুলকভাবে ব্যবহারের জন্য। তাদের কাছ থেকে ফাস হয়েছে সেই ফোনের তথ্য। এটা আসলে এইচটিসি-র ফোন, নাম নেক্সাস ওয়ান। সাধারনভাবে এইচটিসি ড্রাগন নামে পরিচিত।
এতে স্নাপড্রাগন প্রসেসর, ৩.৭ ইঞ্চি এমোলেড ডিসপ্লে, ৫ মেগাপিক্সেল ক্যামেরা, টাচস্ক্রিন ইত্যাদি আগের এইচটিসি ড্রাগনেরই থাকবে। মুল পার্থক্য থাকবে এর ভেতরে। এতে এন্ড্রয়েড ২.১ ব্যবহার করা হবে। ইন্টারনেট ব্যবহারে নতুনত্ব আনা হবে, ছবি দিয়ে সার্চ করার জন্য গুগল গগলস থাকবে, আমেরিকার সেটে গুগল নেভিগেশন ইনষ্টল করা থাকবে।
সেটটি গুগল নিজে বিক্রি করতে পারে অথবা টি-মোবাইলের মাধ্যমে বিক্রি করতে পারে। গুগল নিজে যদি বিক্রি করে তাহলে ব্যবসার দিক থেকে সেটা বড় ধরনের পরিবর্তন। মুলত সার্চ ইঞ্জিন দিয়ে গুগলের ব্যবসা শুরু। এখন সেটা অপারেটিং সিষ্টেম, মোবাইল ফোন ইত্যাদিতে বিস্তৃত হচ্ছে।
No comments:
Post a Comment